[ad_1]
নিজস্ব প্রতিনিধি, দুবাই – দীর্ঘ ৯ বছর ধরে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন অনিল কুম্বলে। এবার সেই পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। আইসিসির বোর্ড মিটিং-এ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যাযয়ের আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের বিষয় নিয়েও আলোচনা করা হয়।
আইসিসি চেয়ারম্যান জর্জ বার্কলে জানিয়েছেন, “আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভকে স্বাগত জানাই। বিশ্বের একজন সেরা ক্রিকেটার এবং প্রশাসক হিসেবে ওর অভিজ্ঞতা, আগামী দিনে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। একইসঙ্গে ধন্যবাদ জানাবো অনিলকেও। গত ন’বছরের নেতৃত্বে দারুণ ভাবে এগিয়েছে ক্রিকেট। ডিআরএস আরও নির্ভুল হয়েছে। সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে কাজও এগিয়েছে।”
উল্লেখ্য, ২০১২ সালে ক্লাইভ লয়েডের জায়গায় চেয়ারম্যান হিসাবে এসেছিলেন অনিল কুম্বলে। এর পর ২০১৬ সালে তাঁকেই পুনর্নিয়োগ করা হয়। তৃতীয় তথা শেষবার তিন বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হন তিনি ২০১৯ সালে। ন’বছর ধরে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন অনিল কুম্বলে।
[ad_2]