[ad_1]
নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ – ক্রমশই জলস্তর বাড়ছে অন্ধ্রপ্রদেশে। বন্যার জেরে একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বন্ধ হয়েছে বাস, ট্রেন পরিষেবা। এই বন্যার জেরে রাজ্য জুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১। ইতিমধ্যেই পাপাগনি নদীর সেতু ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বন্যার জেরে তিরুপতি সংযোগ বিহীন হয়ে পড়েছে। তিরুপতি যাওয়ার একাধিক হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে সড়ক ও রেল পথও। এদিন তিরুমালা এক্সপ্রেস থেকে ২০০০ যাত্রীকে কাডাপাতে নামিয়ে নেওয়া হয়েছে।
এছাড়াও জানা গিয়েছে, তিরুমালা পাহাড়ের ওপর অবস্থিত তিরুপতি মন্দিরের চারটি প্রধান রাস্তাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি এই বন্যার জন্য তিরুমালার জাপালি আঞ্জনেয়া স্বামীর মন্দিরেও জল ঢুকে গেছে এবং দেব মূর্তিও জলের তলায় চলে গেছে বলে জানা গিয়েছে।
সেখানে আটকে পড়া পুণ্যার্থীদের তিরুপতি তিরুমালা দেবস্থানাম কমিটির পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীও এই বিষয়টি দেখভাল করছেন। ইতিমধ্যেই উদ্ধার কার্যের জন্য রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও আনা হয়েছে। বায়ু সেনাও আকাশ পথে উদ্ধারকার্য শুরু করেছে।
উল্লেখ্য, গতকাল কয়েকজন বাস যাত্রী এবং একটি জেসিবি মেশিনে আশ্রয় নেওয়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এই বন্যার মাঝেই তিরুপতি জলাধারের দেওয়ালে ফাটল কার্যত চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশাসনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যেকোনো মুহূর্তে বাঁধ ভাঙতে পারে সাধারণ মানুষ অবশ্যই যেন এই বিষয়ে সতর্ক থাকেন।
[ad_2]