[ad_1]
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – অ্যাপ ক্যাবেই অসুস্থ যাত্রী। ক্যাবের চালক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন মহিলা যাত্রীকে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উল্টোডাঙা মোড়ে। পুরো ঘটনার তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে নাগেরবাজার এলাকা থেকে স্বাতী দাস নামে এক মহিলা অ্যাপ ক্যাব বুক করেন। ক্যাবে ওঠার কিছুক্ষণ পরেই ওই মহিলা অসুস্থ বোধ করেন। গাড়ির চালক সেটা বুঝতে পেরে উল্টোডাঙা মোড়ে ট্রাফিক সিন্যালের সামনে গাড়ি থামিয়ে পুলিশকে পুরো ব্যাপারটি জানায়।তারপর সেখান থেকে মহিলাটিকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ক্যাব চালক। সেখানে নিয়ে যাবার পরে চিকিৎসা করে মৃত বলে জানান চিকিৎসক।
পুলিশ জানিয়েছেন, কোন রকম অসুস্থ জনিত কারণে না অন্য কোনো কারণে এই মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।এখনও পর্যন্ত নিহত মহিলা কোন এলাকার বাসিন্দা এবং পরিবারের সূত্রে কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশের তরফ থেকে গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[ad_2]