[ad_1]
নিজস্ব প্রতিনিধি, পানাজি – প্রতিশোধের ম্যাচে আজ মুম্বই সিটি এফসির খেলতে নামবে এটিকে মোহনবাগান। আইএসএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে রয় কৃষ্ণরা। তবে আজ লড়াইটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে গত বারের রানার্সদের। যে দলটির বিরুদ্ধে গত বছর একটি ম্যাচেও জেতেনি আন্তোনিও লোপেজ হাবাসের দল। গ্রুপ লিগে দুই ম্যাচে হারের পর, ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে তীরে এসে তরী ডুবেছিল সবুজ-মেরুন ব্রিগেডের। হাতছাড়া হয়েছিলে আইপিএল ট্রফি। আজ তাই রয় কৃষ্ণদের সামনে প্রতিশোধের ম্যাচ। গত বার তিন ম্যাচের ফলটা ছিল মুম্বইয়ের পক্ষে ৩-০। এ বার সেই পরিসংখ্যানটাই বদলে দিতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।
চলতি মরসুমের শুরুটা ভালোই করেছিল মুম্বই সিটি এফসি। প্রথম ম্যাচেই গোয়া এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নদের মতই শুরু হয়েছিল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই তারা মুখ থুবড়ে পড়ে। হায়দরাবাদ এফসি-র কাছে ১-৩ হেরে যায় মুম্বই সিটি এফসি। তা বলে অবশ্য মুম্বইকে একেবারেই হাল্কা ভাবে নিচ্ছে না সবুজ-মেরুন দল।
প্রিম্যাচ সাংবাদিক বৈঠকে এসে এটিকে মোহনবাগান কোচ হাবাস বলে দিয়েছেন, ‘প্রত্যেক ম্যাচে জয় দরকার। খেলোয়াড়দের জয়টাকেই অভ্যেসে পরিণত করতে হবে। এটা খুবই প্রয়োজন। গোটা দলই আত্মবিশ্বাসী রয়েছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা মুম্বইকে হাল্কা ভাবে নেওয়ার কোনও জায়গা নেই।’ এদিন বৈঠকে হাবাস মুম্বই টিম নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘মুম্বইয়ের কোচ সহ বেশ কিছু প্লেয়ার পরিবর্তন হয়েছে। আগের ম্যাচে ওরা হারলেও, মুম্বই দলে অনেক ভালো ফুটবলার রয়েছে। প্রতিটি ম্যাচ নতুন ম্যাচ। ফলে কোনও কিছুর বিনিময়ে ওদের হাল্কা ভাবে নিচ্ছি না। তবে আমাদের দল ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী।’
[ad_2]