[ad_1]
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার – ডিউটিতে আসার সময় নিখোঁজ আলিপুরদুয়ারের সীমান্ত শহরের জয়গাঁ থানার ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর রতন কর, বয়স ৫২। বুধবার দুপুর ১২টার সময় ওই সাব-ইন্সপেক্টরের হাসিমারার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের নাকা পয়েন্টে আসার কথা ছিল কিন্তু তারপর থেকেই তাঁর খোঁজ মিলছে না।এরপর থেকেই সাব-ইন্সপেক্টরের খোঁজে তৎপর জেলা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সাব-ইন্সপেক্টর রতন করের খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি সিসি টিভি ফুটেজে ধরা পরে জয়গাঁ থেকে ৬ কিলোমিটার দূরের দলসিংপাড়ায় তাঁকে শেষ বারের মতো দেখা যায়।তারপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাব-ইন্সপেক্টর রতন করের বাড়ি কোচবিহার জেলার দিনহাটায় এবং শ্বশুরবাড়ি কোচবিহারেই।সেখানে পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।
জেলা পুলিশ জানিয়েছেন, সাব-ইন্সপেক্টরের খোঁজ চালানো হচ্ছে। এছাড়াও তাঁর নিখোঁজের পিছনে কোনো চক্রান্তের হাত আছে কিনা সেই ব্যাপারেও পুলিশ খতিয়ে দেখছে।
[ad_2]