[ad_1]
নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – কলকাতা, হাওড়া আসন্ন পৌর নির্বাচনের পর শিলিগুড়ি পৌর নির্বাচনের সম্ভাবনা।ফলে আগে থেকেই রাজনৈতিক দলগুলিতে দেখা যায় তৎপরতা। তাই শনিবার শিলিগুড়ি পৌরভোটকে সামনে রেখে সিপিআইএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে জেলার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
এদিনের বৈঠকে সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার আহ্বায়ক অশোক ভট্টাচার্য সহ জেলা সিপিআইএমের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
সূর্যকান্ত মিশ্র বলেন,“ আমরা রাজ্য বামফ্রন্টে অন্যান্য পার্টি যারা আছে বামফ্রন্টের শরিক দল তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে আসি যে আমাদের যা শক্তি আছে জেলা বামফ্রন্ট গুলিকেই তাদের ঠিক করতে হবে। সাধারণ নির্দেশিকা এই বামফ্রন্টের মিটিংয়ে নিষ্পত্তি করা দরকার বামফ্রন্ট নিজস্ব শক্তিতে লড়বার মতো তার ভিত্তিতে তারা ঠিক করবে কোথায় কে লড়বে। আর বাকি যেখানে আমরা লড়বো না সেখানে নির্দিষ্টভাবে ঠিক করতে হবে তৃণমূল বিজেপি উভয়পক্ষকে পরাস্ত করার জন্যে মানুষের আস্থাভাজন এরকম কাউকেই ঠিক করতে হবে।”
পাশাপাশি তিনি আরও জানান,“আমাদের পার্টিতে যুব প্রার্থী দেওয়া বরাবরই চালু আছে। ফলে এবারে যুবদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।”
[ad_2]