[ad_1]
নিজস্ব প্রতিনিধি, লন্ডন – শনি রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। এই ম্যাচে হাসতে হাসতে ২-০ ব্যবধানে জয় পেয়ে গেল বুকায়ো সাকারা। প্রথমার্ধে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হলেও গোল করতে ব্যর্থ হয়। তবে দ্বিতীয়ার্ধে আর্সেনাল একাধিক আক্রমণ করে জয় তুলে নিল।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটের মাথায় ভারেলা তাভারেসের পাস থেকে বুকায়ো সাকা নিউক্যাসেল ইউনাইটেডের জালে বল জড়িয়ে দেয়। এরপর ৬৬ মিনিটে তোমিয়াসুর পাস থেকে দলকে ২-০ তে পৌঁছে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ফলে সহজ জয় পেল আর্সেনাল।
আর্সেনাল সঠিক পাস খেলেছে ৮৭% এবং নিউক্যাসেল ইউনাইটেড সঠিক পাস খেলেছে ৭৯%। ১৩ ম্যাচের পর ৭ টিতে জয় ও ২ টিতে ড্র এবং ৪ টিতে হারের পর ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে আর্সেনাল।
[ad_2]