[ad_1]
নিজস্ব প্রতিনিধি , দিল্লি – সারা বিশ্বজুড়ে বাড়ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এবার কর্ণাটক, মুম্বই, গুজরাতের পর দিল্লিতে থাবা বসিয়েছে ওমিক্রন। দিল্লিতে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।ফলে সব মিলিয়ে ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আজ রবিবার জানিয়েছেন,“ ওই ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে এসেছেন। তাঁর শরীর থেকে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে।তিনি এখন লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে ভারতে ৫জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে।”
দিল্লি স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত কয়েকদিন বিভিন্ন দেশ থেকে আসা ১৭ জন যাত্রী কোভিড আক্রান্ত হয়ে,বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি ওই ১৭ জন যাত্রীর শরীরে ওমিক্রন সংক্রমণ বাসা বেঁধেছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
[ad_2]