[ad_1]
নিজস্ব প্রতিনিধি , দিল্লি – বারবারই নিজের মন্তব্যের জন্য বিতর্কিত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তার বিতর্কিত মন্তব্যের জেরে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি। কৃষক আইন প্রত্যাহারের পরেই কৃষকদের জড়িয়ে শিখ সম্প্রদায়কে কুরুচিকর মন্তব্য করেন অভিনেত্রী।
গত শনিবার দিল্লির মন্দির মার্গ থানার সাইবার সেলে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নামে অভিযোগ দায়ের করে দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি। তারা অভিযোগ করেন গুরুনানকের জন্মদিনের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন।তারপরেই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কৃষকদের এই আন্দোলনকে ১৯৮৪ সালে ইন্দিরা গাঁধীর আমলে হওয়া খালিস্তানি আন্দোলনের সমান বলে চিত্রিত করেছেন এবং শিখ সম্প্রদায়ভুক্ত মানুষজনকে খালিস্তানি জঙ্গিদের সঙ্গে তুলনা করেছেন বলেই জানান তারা।
দিল্লির শিখ গুরুদুয়ারা কমিটির সদস্যরা এও বলেন অভিনেত্রী ইচ্ছাকৃতভাবেই শিখ সম্প্রদায়কে নিয়ে অপমানজনক এবং অবমাননাকর মন্তব্য করেন। কুরুচিকর ভাষা প্রয়োগ করে অভিনেত্রী গোটা শিখ সম্প্রদায়কে অপমান এবং অসম্মান করেছেন তাই তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যাবস্থা জানানোর আবেদন করেছেন।
[ad_2]