[ad_1]
শ্যামল সান্যাল ( বিশেষ প্রতিনিধি), ঢাকা – নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের আজ ২২ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনেই তিনি মারা যান। তার স্মরণে আজ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, কবি বেগম সুফিয়া কামাল যে দৃষ্টান্ত রেখে গেছে তা প্রত্যেকটি বাঙালি মহিলাকে উদ্বুদ্ধ করবে। তিনি বাহান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও অসহযোগ আন্দোলন সহ একাধিক আন্দোলনে তার উপস্থিতি জনগণের জননী সাহসিকা উপাধিতে ভূষিত করেছে।
এদিন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জানিয়েছেন, সুফিয়া কামালের কাজ তরুণ প্রজন্মকে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। এছাড়াও তিনি জানান, সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং ধর্মান্ধতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা।
উল্লেখ্য, কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন ১৯১১ সালের ২০ জুন বরিশালে। সেই সময় মেয়েদের নিরক্ষরতার অন্ধকারে রেখে দেওয়া হতো। তবে বহু বাধা বিপত্তির মধ্যে তিনি পড়াশোনা শুরু করেন। একসময় যখন পাকিস্তান সরকার রবীন্দ্র সঙ্গীতে নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন তিনি এর প্রতিবাদ জানিয়েছিলেন। তার লেখা গ্রন্থ গুলি হল সাঁঝের মায়া, মায়া কাজল ইত্যাদি।
[ad_2]