[ad_1]
নিজস্ব প্রতিনিধি , মুম্বই – করোনার জন্য অন্যান্য ব্যবসা বানিজ্যেও যেমন ক্ষতির হয়েছে তেমনি ক্ষতি হয়েছে চলচ্চিত্র বানিজ্যের ক্ষেত্রেও।গতবছর করোনার জন্য লকডাউনের সময় থেকেই বন্ধ হয়েছিল দেশের সমস্ত সিনেমা হল , ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ হয়েছে অধিকাংশ সিনেমা যার ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রযোজকেরা।
তাছাড়াও এই সিনেমাগুলোর ওপর অত্যাধিক জিএসটিও নিয়েছে কেন্দ্রীয় সরকার যার ফলে চলচ্চিত্র ব্যবসা আরো তলানিতে ঠেকেছে।এমতবস্থায় যাতে কেন্দ্রীয় সরকার যাতে সিনেমার ওপর কিছুটা পরিমাণ কর কমায় বা একেবারেই কর মুকুব করে দেয় সেই উদ্দেশ্য নিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হয় IMPPAর তরফ থেকে।

গতকাল ২৪ নভেম্বর ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের(IMPPA) তরফ থেকে সভাপতি টি পি আগরওয়ালের সই করা দুই পাতার একটি চিঠির মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আর্জি জানানো হয়েছে।মূলত চলচ্চিত্র ব্যবসার উপর যে ১৮ শতাংশ পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ জিএসটি আদায় করছে কেন্দ্র তা যেন মুকুব করা হয় কারণ এতোটা পরিমাণ কর দেওয়ার জন্য চলচ্চিত্র বানিজ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে খুব শীঘ্রই যাতে এই বিষয়ে অলোকপাত করেন তিনি এবং কিছুটা কর যাতে কমিয়ে দেওয়া যায় বা একেবারেই কর মুকুব করে দিলে আবারও লাভের মুখ দেখবে এই ব্যবসা।চলচ্চিত্রে সরকার কোন রকম বিনিয়োগ না করলেও আয়ের প্রায় অর্ধেকের বেশী কর হিসেবে কেটে নেয় কেন্দ্রীয় সরকার এরফলে বিপুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই ব্যবসা।
প্রসঙ্গত ,৫০ শতাংশ দর্শকের অনুমতি নিয়ে এই মাস থেকেই গোটা দেশে খুলে গিয়েছে সিনেমা হল এবং ইতিমধ্যেই বড় বড় বাজেটের সিনেমা রিলিজ করতে শুরু করেছে যেগুলো এতদিন করোনার জন্য ক্ষতির আশঙ্কায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়নি।এই মাসের ৫ তারিখ অক্ষয়কুমার অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার পরেই তা বক্স অফিস হিট করেছে এবং ২৩ তারিখই বহুপ্রতীক্ষিত শাহিদ কপুর অভিনীত ‘জার্সি’র ট্রেলার মুক্তি পেয়েছে।
[ad_2]