[ad_1]
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া – শনিবার থেকে শুরু হল উত্থান কর্মসূচি। এদিন পুরুলিয়ার পাড়া ব্লক এর বি পি এস সির (পুষ্টিকেন্দ্র) গুরুতর অপুষ্টিতে ভুগছে এমন শিশু ও তাদের মায়েদের সাথে দেখা করে শিশুদের পুষ্টি সম্পর্কিত বিবিধ বিষয় নিয়ে সকলকে সচেতন করলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার।
এছাড়াও, উত্থান কর্মসূচির মাধ্যমে পাড়া ব্লকের এন আর সিতে মডেল পুষ্টি বাগান তৈরির নির্দেশ দেন তিনি। মায়েরা যাতে নিজেদের বাড়িতেই পুষ্টিগুণ সমৃদ্ধ নিউট্রিমেক্স তৈরি করতে পারেন সেই বিষয়ে মায়েদের প্রশিক্ষণ প্রদানের নির্দেশও দেন জেলাশাসক।
গুরুতর অপুষ্ট শিশুদের মায়েদের ১০ টি করে হাঁসের বাচ্চা, পেঁপে, লেবু, পেয়ারার চারা দেওয়া হবে এবং ১০০ দিনের কাজের মাধ্যমে তাদের বাড়িতে জিওল মাছ চাষের জন্য যে প্রকল্প দেওয়া হবে সে বিষয়ে মায়েদের অবগত করেন জেলাশাসক রাহুল মজুমদার।
পাড়া ব্লকের ভালকুড়ি গ্রামে গিয়ে গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের বাড়ি বাড়ি গিয়ে জেলাশাসকের সামনে শিশুদের ওজন মাপেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এছাড়াও ঐ শিশুদের মায়েদের হাতে ১০ টি করে হাঁসের বাচ্চা, শিশুদের পুষ্টি সম্পর্কিত তথ্য সমৃদ্ধ লিফলেট তুলে দিলেন জেলাশাসক।
আগামী দিনে ঐ হাঁস গুলি প্রদত্ত ডিম যাতে মায়েরা অপুষ্টিতে ভোগা শিশুদের খাওয়ান সে বিষয়ে সকলকে সচেতন করেন জেলাশাসক। এছাড়াও, গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সমীক্ষা, গর্ভাবস্থা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ লিফলেট তুলে দিলেন জেলাশাসক সঙ্গে ছিলেন আশা কর্মী ও এ এন এম দিদিরা। গর্ভবতী মায়েদের অন্তত ৪ বার স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় টিকাকরণের বিষয়ে অবগত করেন জেলাশাসক।
[ad_2]