[ad_1]
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বৃহস্পতিবার সকালেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলকাতার পুরভোট নিয়ে শুরু হয়েছে সাংবাদিক বৈঠক।
রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস প্রথমেই জানান, ‘আদালতের অবমাননা করিনি’। তিনি আরও জানিয়েছেন, ‘আগামী ১৯ শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর শুরু হবে স্কুটিনি। ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন’।
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘কলকাতা পুরভোট হবে ইভিএমে। আজ থেকেই আদর্শ আচরণবিধি জারি হবে। ২২ শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কত পুলিশ মোতায়েন করতে হবে তা জানাতে বলেছে ডিজি-সিপিকে’।
রাজ্য নির্বাচন কমিশনের আরও সংযোজন, ‘কলকাতার ১৪৪টি ওয়ার্ডে হবে ভোট। ৪,৭৪২টি বুথে হবে ভোট। ৩৮৫টি অক্সিলিয়ারি বুথেও হবে ভোটগ্রহণ। ভোট দেবেন ৪০ লক্ষের বেশি ভোটার। কলকাতা পুরো ভোটের গণনা সম্ভবত ২১ শে ডিসেম্বর’।
রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক আরও জনিয়েছেন, ‘হাওড়ায় ভোট নিয়ে এখনও কমিশনকে কিছু জানায়নি রাজ্য। মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে যেতে পারবেন দুজন। ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক পাঁচজন। সন্ধ্যে সাতটার পর মিছিল ও প্রচারসভা করা যাবে না’।
রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, ‘সন্ধ্যে সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত করা যাবে না বড় জনসভা। ছোট প্রচার সভায় জোর দেওয়া হয়েছে। ১ নভেম্বর পর্যন্ত সংশোধনী ভোটার তালিকা গ্রহণ করা হয়েছে। পুরভোট সংক্রান্ত অভিযোগ জানাতে ইজিএমএস নাম একটি পোর্টাল চালু করা হয়েছে’।
[ad_2]