[ad_1]
নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর – রাজ্যে স্কুল খুলতেই বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের অসংযত আচরণের ভিডিয়ো। সেই তালিকায় নাম জুড়লো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের একটি হাইস্কুলের নাম।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে গানের তালে চটুল নাচ নাচতে,সঙ্গে অন্য ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করছে ছাত্ররা। ছাত্রীদের এমন কান্ড দেখে চক্ষু চড়কগাছ অভিভাবক থেকে শুরু করে স্কুল কতৃপক্ষদের। স্বাভাবিকভাবেই এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে এলাকাবাসীদের মধ্যে।
চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের জোড়া হাইস্কুলের পড়ুয়াদের কুকীর্তি এর কথা আগেও জানা গেছে। এর আগেও ক্লাসরুমের ভিতরে মদ্যপান সহ আরও অশ্লীল ঘটনার সাক্ষী আছে বলে অভিযোগ এলাকাবাসীদের।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্লাসরুমের ভিতরে মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গী করে নাচছে একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী। নিন্দায় সরব হয়েছে এলাকাবাসী। ৪ ছাত্রীকে অভিযোগ পেয়ে ক্লাস থেকে বিতাড়িত করেছেন প্রধান শিক্ষক।
অভিভাবক – অভিভাবিকারা দাবি করেছেন, স্কুল কতৃপক্ষের এহেন গাফিলতির জন্য বাদবাকি মেধাবী ছাত্রছাত্রীরা পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হবে। অভিযুক্ত ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে শিক্ষা দফতর যেন দ্রুত কঠোর ব্যবস্থা নেয়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই স্কুলে শৃঙ্খলা বলে কোনও ব্যাপার নেই। শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের ওপর নজর রাখেন না যার জেরে এই ধরণের ঘটনা বারবার ঘটছে। তাঁরা প্রশাসনকে স্কুলের সুন্দর পরিবেশটি ফিরিয়ে আনতে দাবি করেছেন।
ঘটনার কথা স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, ৪ ছাত্রীকে স্কুলে আসতে বারণ করে দেওয়া হয়েছে , তবে তারা শুধু পরীক্ষা দিতে স্কুলে আসতে পারবে। কারণ স্কুলের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি তাদের ভবিষ্যতের দিকেও নজর রাখা হয়েছে। আগামীতে যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে।
[ad_2]