[ad_1]
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – কল্পনা নয় বাস্তবেই গরুর গলার শিরা বুকে বসিয়ে পুনজন্ম পেল এক পাঁচ বছরের শিশু। এমনই কর্মকান্ডে নজির গড়লো কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজে। খরচ মাত্র দু’টাকা। কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগে এই প্রথম হার্টের ভালব পাল্টানো ‘রস অপারেশন’ হল।এহেন নজিরবিহীন কৃতিত্ব দেখে চমৎকৃত স্বাস্থ্যভবনও।
প্রসঙ্গত, মুর্শিদাবাদের কান্দির তেঁতুলিয়া থেকে তয়বা খাতুনকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে আসেন তার মা। জন্ম থেকেই তয়বা শ্বাসকষ্টে ভুগতো। সামান্য হাঁটলেই বুকে ব্যথা, বুকে হাত চেপে বসে পড়ত ছোট্ট তয়বা। একের পর এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেও কোনো উপায় পাওয়া যায়নি। অবশেষে ছোট্ট মেয়েকে কলকাতায় নিয়ে আসেন মা। এনআরএসে আউটডোর বিভাগে দেখানোর সময় নিস্তেজ হয়ে পড়ে ছোট্ট মেয়েটি। প্রাথমিক পরীক্ষার পর তাকে কার্ডিওথোরাসিক সার্জারিতে পাঠানো হয়েছে এবং টিকিটে লেখেন কনজেনিটাল হার্ট ডিজিজ।
বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পরেশ বন্দ্যোপাধ্যায় জানান, শিশুটিকে দেখেই মনে হল যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হার্ট ফেলের সম্ভাবনা ব্যাপক থাকায় দেরি না করে দ্রুত ইকো কার্ডিওগ্রাফি করতে পাঠাই।
তিনি আরও জানান, শিশুটি জন্ম থেকেই হার্টের অ্যাওর্টিক ভালব সমস্যা। তাই দ্রুত ভালব পাল্টানো দরকার। কিন্তু শিশু বড়ো হবার সাথে সাথে ভালবকেও একইসঙ্গে বড়ো হতে হবে। সেই জন্য করা হলো রস অপারেশন।
[ad_2]