[ad_1]
নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – ফের করোনা ভাইরাস দাপট বাড়তে শুরু করল। করোনা উদ্বেগ যেন আর পিছু ছাড়ছে না, আচমকাই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তৎপর জলপাইগুড়ি পুর-প্রশাসন।

অন্যান্য জেলায় যখন করোনা নিয়ন্ত্রণে তখন জলপাইগুড়িতে গত তিনদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ জন। পাশাপাশি মৃত্যু ঘটেছে দুই জনের।সেই কারণেই এ দিন করোনা রুখতে জলপাইগুড়ি পুর প্রশাসনের তরফ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। এছাড়াও জেলার পুরসভার ভাইস চেয়ারপার্সন সৈকত চ্যাটার্জী এলাকায় ঘুরে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন মানুষকে সচেতন করেন।এলাকায় জীবাণুমুক্ত করতে স্যানিটাইজার স্প্রে করা হয়েছে।

পুরসভার ভাইস চেয়ারপারসন সৈকত চ্যাটার্জী জানিয়েছেন,“দুর্গাপুজো, কালী পুজো এবং ছট পুজো সমস্ত কিছুর পর কোভিডের সংক্রমণের গ্রাফ প্রচন্ড ঊর্ধ্বমুখী। গত তিনদিনে ৩৬ জন আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ১১ আদরপাড়া ও ২৫ নম্বর ওয়ার্ডে নেতাজীপাড়ায় দুজনের মৃত্যু হয়েছে। সেখানে ৫০ মিটার মাইক্রোকনটেন্টমেন্ট জোন করা হয়েছে”।
তিনি করোনা নিয়ে শহরবাসীকে সচেতন করতে জানান,“করোনা ভাইরাসকে একেবারেই সহজভাবে নেবেন না।শহরবাসী সবসময় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন”।
[ad_2]