[ad_1]
নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা – গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মগরাহাট থানার মাইতির হাট এলাকায়। মৃত ব্যক্তির নাম শাকিব আহমেদ। বট গাছ কাটার সময় সে ইলেকট্রিক কাটার মেশিন সমেত জলে পড়ে বিদ্যুৎপৃষ্ঠ হলে, তাকে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পরে স্থানীয় পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রের খবর, উস্তি থানা এলাকার বানেশ্বরপুরের বাসিন্দা শাকিব আহমেদ,মোট ন জন লোক নিয়ে মগরাহাট থানার মাইতি হাট এলাকায় রাস্তার পাশে একটি বট গাছ কাটতে উঠেছিল। সেই সময় ইলেকট্রিক মেশিন দিয়ে কাটা, গাছটির একটি অংশ সামনে থাকা পুকুরে পড়ে যায় এবং তার সাথে শাকিব নিজেও ইলেকট্রিক মেশিন সহ জলে পড়ে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় জল থেকে তুলে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
এই সম্পূর্ণ ঘটনা সম্পর্কে শাকিব আহমেদের সহকর্মী আশরাফ শেখ জানান,’ঘটনাটিতে আমরা অত্যন্ত শোকাহত। তবে কিছু করার নেই গাছ কাটতে গিয়ে প্রায় হামেশাই আমাদের এরকম দুর্ঘটনার শিকার হতে হয়’।
[ad_2]