[ad_1]
নিজস্ব প্রতিনিধি , কলকাতা – শনিবারই প্রত্যেকটি দলের তরফ থেকে পৌর নির্বাচনের প্রার্থীর তালিকা পেশ করা হয়েছে । যদিও ব্যতিক্রম দেখা গিয়েছে পদ্ম শিবিরের। তবে তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন নাম যুক্তর পাশাপাশি বাদ পড়েছে কলকাতার পুরসভা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ মিত্রের নাম। কার্যত নাম না আসায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসের যুক্ত হওয়ার ঘোষণাও করে দিয়েছিলেন তিনি। তবে হঠাৎ সুর বদল করতে গেল তৃণমূলের বিদায়ী কাউন্সিলরকে। রবিবার ফিরহাদ হাকিমের সঙ্গে প্রচারে এসে তৃণমূলে থাকার ঘোষণা করলেন পার্থ মিত্র।
রবিবার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের সঙ্গে প্রচারে এসে পার্থ মিত্র জানিয়েছেন, ‘ আমি তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি। আমার নামে কেউ মিথ্যা প্রচার করেছিল। তবে ফিরহাদ হাকিমের আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শাসক দলের হয়েই কাজ করব’।
উল্লেখ্য, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই সেখানে অনুপস্থিত ছিল তৃণমূলের বিদায়ী কাউন্সিলর পার্থ মিত্রের নাম। কার্যত এর পরেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে তিনি জানিয়েছিলেন- কংগ্রেসের টিকিটের পুরভোট লড়বে। মানুষের হয়ে কাজ করে যাবেন। দীর্ঘ ১০ বছর ধরে কাজ করেও আজ প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়েছে। তৃণমূলের একটি সদস্য এসে বলতে পারবেনা এলাকায় কোন ত্রুটি রয়েছে। এরপরই শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। রীতিমতো গান্ধী টুপি মাথায় দিয়ে কংগ্রেসের দলের সঙ্গে একসঙ্গে দেখাও গিয়েছিল পার্থ মিত্রকে।
অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকায় পার্থ মিত্রের নাম ঘোষনা করে দেওয়া হয়েছে। এমতাবস্তায় সব ঠিক থাকলেও ২৪ ঘন্টায় বদলে গিয়েছে মতামত। অধিকাংশের অনুমান পার্থ মিত্র ক্ষোভ প্রকাশ করার পরেই ফিরহাদ হাকিম ফোন করে কথা বলেন তাঁর সঙ্গে আর এর পরেই মদ বদল হয় তার। অর্থাৎ কংগ্রেসকে ধাক্কা মেরে পুনরায় তৃণমূলে চলে যাওয়ায় অগত্যা সেই ৮ নংওয়ার্ডে প্রার্থী বদলে যাওয়া তপন শীলকে প্রার্থী করতে হয়েছে গান্ধী বংশের দলের।
[ad_2]