[ad_1]
নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর – এস এস সি যুব ছাত্র মঞ্চ কর্ম শিক্ষা ও শরীর শিক্ষা সংগঠনের পক্ষ থেকে চাকরির দাবিতে রবিবার নন্দীগ্রাম থেকে নবান্ন প্রতিবাদী অভিযান।রাস্তায় বসে বিক্ষোভ দেখায় প্রতিবাদী প্রার্থীরা।

বিক্ষোভকারীদের দাবি, গোটা রাজ্যে সমস্ত শিক্ষকদের নিয়োগ হলেও খেলাধুলার শিক্ষকরা বঞ্চিত। তাই আজকের এই অভিযান কর্মসূচি।

এ দিনের অভিযানে সংগঠনের পক্ষ থেকে যোগদান করেন বহু চাকরি প্রার্থী। চাকরির প্রার্থীদের নন্দীগ্রাম থেকে অভিযান শুরু করার সময় মিছিল আটকালো পুলিশ। পাশাপাশি ১৫ জন বিক্ষোভকারী চাকরির প্রার্থীদের গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ।ফলে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়ায়।

বিক্ষোভকারী সুজিত মন্ডল বলেন,“এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন যেভাবে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা ২০১৬ সালে প্রেসক্লাবে দীর্ঘ ২৯ দিন অনশন করি। সেখানে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা পুরোপুরি ভাবে বঞ্চিত। দীর্ঘ তিন বছর ধরে কলকাতার নানা জায়গায় আমরা আন্দোলন করেছি। মাননীয়া মুখ্যমন্ত্রীর বাড়িতে দু’বার সাক্ষাৎ করার পরেও আমাদের কাজ আমরা পাইনি।”

সংগঠনের প্রেসিডেন্ট রাজা দাস বলেন,“দেশের রাজ্যের চারিদিকে খেলা নিয়ে প্রচার চললেও কিন্তু খেলার শিক্ষকরা বঞ্চিত।এই নিয়ে তিনবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হওয়া সত্ত্বেও এখনও সেটা হয়নি। আমরা চাই আমাদের কিছু অংশ নিয়োগ হোক। তাই আজকের আমাদের প্রতিবাদী আন্দোলন।”

[ad_2]