[ad_1]
নিজস্ব প্রতিনিধি , মালদহ – রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না মেলায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবিতে জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হলেন মালদহে জেলার হবিবপুর বামন গোলা ও গাজোল ব্লকের প্রাক্তন কেএলও লিঙ্ক ম্যানেরা।
প্রসঙ্গত, ২০২১ সালে রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মালদহ জেলায় ৪২ জন লিঙ্ক ম্যানকে হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছে কিন্তু তা সত্বেও শতাধিক লিঙ্ক ম্যান বঞ্চিত চাকরি থেকে।এর আগেও এই নিয়ে তারা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করেন। বারবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তাদের এখনও চাকরি দেওয়া হয়নি। তারই দরুন চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর মালদহ সফর চলাকালীন তার সঙ্গে দেখা করতে চান প্রাক্তন কেএলও লিংক ম্যানেরা। তাই এ দিন মালদহ জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিলেন প্রাক্তন কেএলও লিঙ্ক ম্যানেরা।
[ad_2]