[ad_1]
নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা – করোনা মহামারী নিয়ন্ত্রনে আসতে না আসতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এমতাবস্থায় গোটা এলাকা জুড়ে বহু প্রচার ও সর্তকতা জারি করার পরেও বেপরোয়া সাধারণ মানুষ। কার্যত সেকারণেই ঝাড়ে মূলে ডেঙ্গু দমন করতে রবিবার সল্টলেকের একে ব্লকের বিভিন্ন জায়গায় কড়া নজরদারী চালান বিধান নগর পৌরনিগমের প্রশাসক কৃষ্ণা চ্যাটার্জী।
রবিবার সল্টলেকের গোটা এলাকা জুড়ে রাস্তায় জমা জল সহ প্রত্যেকের বাড়ির ছাদের উপরে জমা জল খতিয়ে দেখেন পৌরনিগম। তবে অধিকাংশ ক্ষেত্রে বাড়ির ছাদ খতিয়ে দেখতে পৌরনিগম ও তাদের সদস্যদের বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। অবশেষে উপায় না পেয়ে ড্রোন দিয়ে তল্লাশি চালাতে শুরু করে পৌর প্রশাসক। যাদের বাড়ির ছাদে জমা জলের চিত্র নজরে আসে তাদেরই তিনদিনের সরকারি নোটিশ ধরিয়ে দেওয়া হয়।
একে ব্লকে জমা জলের চিরুনি তল্লাশি চালানোর পর পৌরনিগমের প্রশাসন কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন , এলাকায় বহুবার মশা মারার তেল, ব্লিচিং পাউডার, সহ বহু প্রচার করা হয়েছে যাতে কোথাও কোনো জমা জল না থাকে। কিন্তু এত সর্তকতা অবলম্বন করার পরেও বেপরোয়া সাধারণ মানুষ। তাই প্রত্যেকের বাড়িতে ড্রোন দিয়ে তল্লাশি চালানোর পর যাদেরই বাড়ির ছাদে কিংবা বাড়ির কোন অংশে জল জমা থাকছে তাদের তিন দিনের নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি থাকবে প্রত্যেকদিন। অর্থাৎ ডেঙ্গু মুক্ত দেশ গড়ে তোলার যে অভিযান শুরু হয়েছে সেটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত করাই লক্ষ্য’।
[ad_2]