[ad_1]
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার – শীত পড়তেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে ডুয়ার্সে। প্রতি বছর এই সময়ে পর্যটকরা পাহাড়ে ঘোরার পাশাপাশি ডুয়ার্সে আসেন জঙ্গল ও বন্যপ্রাণী দেখতে। এ বারও ব্যতিক্রম হয়নি। বক্সা থেকে জয়ন্তী যাওয়ার পথে যাচ্ছিলেন পর্যটকেরা। সেখানে আচমকাই দেখা মিললো এক দাঁতাল হাতির। হাতি দেখে আনন্দে আত্মহারা পর্যটকেরা। সেই সময় ওই পথ ধরেই যাচ্ছিলেন রায়গঞ্জ শহর আসা পর্যটকটি। সময় অপচয় না করে চুটিয়ে ছবি তুললেন হাতির রাস্তা পার করার দৃশ্যটির।
আলিপুরদুয়ার জেলার জয়ন্তী এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে পর্যটকেরা প্রায়শই গিয়ে থাকেন। কিন্তু এইবার যে গজরাজকে হঠাৎকরে এইভাবে রাস্তার মাঝখানে দেখতে পাবেন তা তাঁরা ভাবতেও পারেননি। গজরাজটিকে দামানপুর ব্রীজের কাছের রাস্তাটি পার হতে দেখেন পর্যটকেরা। সম্ভবত হাতিটি এপারের জঙ্গল থেকে অপর পাশের জঙ্গলে যাচ্ছিলো। সেই দেখে আর অপেক্ষা না করে মুহূর্তের মধ্যে ক্যামেরা বন্দী করতে শুরু করলেন দৃশ্যটি। পর্যটকের দলটি ছিলো রায়গঞ্জ শহর থেকে আসা চারজনের একটি দল।
পর্যটকদের মধ্যে কৌশিক সেন জানান, তাঁরা জয়ন্তী থেকে ফেরার হঠাৎ রাস্তায় ভীড় দেখে দাঁড়িয়ে পরেন সেই সময় তাঁরা দাঁতাল হাতিটিকে লক্ষ্য করেন। এর আগেও তাঁরা হাতি দেখেছেন তবে এতো কাছ থেকে কখনও দেখেননি তাই এবারের অভিজ্ঞতাটি তাঁদের কাছে এক কথায় অসাধারণ। সেই সঙ্গে বাকি পর্যটকেরাও প্রচন্ড আনন্দ উপভোগ করেছেন।
পর্যটক তপন বসাক জানান, দলছুট দাঁতালটি জঙ্গলের এপার থেকে অন্য পারে যাচ্ছিলো। এরকম ভাবে জন সম্মুখে দাঁতাল যে দেখতে পাবেন তা তাঁরা আসা করেননি। তাঁদের আজ কপাল টা ভালো ছিলো বলেই তাঁরা এই সুবর্ণ সুযোগটি পেয়েছেন বলে সে জানান। তাছাড়া তিনি উত্তরবঙ্গ বাসীদের এই অঞ্চলে এসে ঘুরে দেখে যাওয়ার কথাও বলেন।
[ad_2]