[ad_1]
নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা – ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সুন্দরবনের বেতনি নদীতে ডুবে গেল কালীনগর গামী নৌকা।নৌকার সঙ্গে নদীর জলে ভেসে যায় ১০ জন যাত্রী।স্থানীয় মানুষরা তাদের উদ্ধার করে।
স্থানীয় সূত্রের খবর , আজ সকালে ঘূর্ণিঝড় নিয়ে পুলিশ প্রশাসনের দেওয়া সকল নির্দেশিকা উপেক্ষা করে ১০ জন যাত্রী ও অতিরিক্ত পণ্য বোঝাই করে একটি নৌকা ন্যাজোট থেকে কালীনগরের দিকে যাচ্ছিল। এই সময় নদীতে প্রবল ঢেউ ওঠায় ডুবে যায় নৌকাটি। যার ফলে যাত্রীসহ সকল পণ্য নদীতে পড়ে যায়। এরপর সঙ্গে-সঙ্গে স্থানীয় বাসিন্দারা জলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন সকলকে। অল্পের জন্য রক্ষা পান তারা।
প্রসঙ্গত , পরিস্থিতি প্রতিকূল হওয়ায়, সমুদ্রে শক্তি ক্ষয় হচ্ছে জাওয়াদের, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।তবে নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী অঞ্চল গুলোতে, বিপদের সম্ভাবনা রয়েছে।রবিবারও জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিপর্যয় মোকাবিলার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। কন্ট্রোলরুম সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার ওপরে বিশেষ নজর রয়েছে নবান্নের।
[ad_2]