[ad_1]
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর – রাজ্য সরকারের নির্দেশ মেনেই দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট ব্লকে শুরু হলো সরকারি সহায়কমূল্যে চাষিদের থেকে ধান কেনার কাজ।
প্রসঙ্গত, এই বছর একজন চাষি সর্বাধিক ৪৫ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। সেইমতো গত সোমবার থেকেই বালুরঘাট ব্লকে কামারপাড়া সেকেন্ড সিপিসিতে সরকারি সহায়ক মূল্যে চাষিদের থেকে ধান নেওয়া হচ্ছে। পারচেস অফিসার দীনেশ সিকদার জানান, “গত ২৯ তারিখ থেকেই চাষিদের থেকে ধান সংগ্রহ করছি। চাষিরা প্রতি কুইন্টাল ধানের দাম ১৯৪০টাকা পাবেন।
এছাড়াও অতিরিক্ত ২০টাকা উৎসাহ মূল্য দেওয়া হবে চাষিদের।” তিনি আরও বলেন, “আমরা প্রত্যেক কৃষক বন্ধুর সবারই ধান নিতে ইচ্ছুক। এই সিপিসিতে পুরনো ৯৫৮ জন কৃষকের নাম নথিভুক্ত করা আছে তাদের থেকে ধান নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন করে প্রায় ৫০০ মতো চাষিদের নাম নথিভুক্ত করেছে তাদের থেকেও ধান নেওয়া হবে।” কৃষক বুদ্ধদেব দাস জানান, “ধান বিক্রির জন্য আগে আমাদের অনেক দূরে যেতে হতো এখন নিকটেই সেটা পাচ্ছি ফলে অনেক সুবিধা হচ্ছে।”
[ad_2]