[ad_1]
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সামাজিক প্রেক্ষাপটে তৈরি ‘নির্ভয়া’ সিনেমাটি নভেম্বরের ১২ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যা ইতিমধ্যেই দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। এবার জোড়া পুরষ্কার পেল এই সিনেমা। তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে’ সেরা অভিনেত্রী এবং সেরা সহ অভিনেত্রী বিভাগে পুরুষ্কৃত হয়েছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং শ্রীলেখা মিত্র।

টলিউডের এই দুই অভিনেত্রী এই পুরুষ্কারে সম্মানিত হওয়ার পর নিজেদের সোশ্যাল মিডিয়ায় পুরষ্কৃত এবং সার্টিফিকেটের ছবি পোস্ট করে এই ছবির গোটা টিম এবং দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
শ্রীলেখা নিজের পোস্টে লিখেছেন ‘জয় সবসময় উচ্চ’ অন্যদিকে প্রিয়াঙ্কা লিখেছেন ‘তার ওপর বিশ্বাস রেখে পরিচালক তাকে এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ এবং দর্শকদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন’।

এক নাবালিকা মেয়েকে গণধর্ষণের পর সে অন্ত্বঃসত্তা হওয়ায় তাকে সুবিচার পাওয়াতে যখন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা নিজেদের লড়াই চালিয়ে যান, পাশে দাঁড়ান এক নির্ভয়ার। এই প্রেক্ষাপটেই পরিচালক অংশুমান প্রত্যুষ এই ছবিটি তৈরি করেছেন। ছবিতে অভিনয় করেছেন শিশুশিল্পী হিয়া দে, শ্রীলেখা মিত্র, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি সহ আরও অনেকে।
[ad_2]