[ad_1]
টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ সেন্টারে অ্যাপ্রেন্টিস পদে ৬১ জন লোক নিচ্ছে ।
শিক্ষাগত যোগতা- মাধ্যমিক পাশ করার পর, ড্রাফটসম্যান (সিভিল) / মেকানিক মেকারটনিক্স / ইন্সট্রুমেন্ট মেকানিক / মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রিনিক্স কমিউনিকেশন সিস্টেম / মেকানিক (Embedded Systems & PLC) / আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল) / হাউসকিপার / ফিটার / মেশিনিস্ট / টার্নার / কার্পেন্টার / ইলেক্ট্রিশিয়ান / ইলেক্ট্রিনিক্স মেকানিক / মেকানিক (মোটর ভেহিকেল) / ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) / কম্পিউটার অ্যান্ড পেরিফেরাল হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেইন্টেন্যান্স মেকানিক / COPA / ডিজিটাল ফটোগ্রাফার ট্রেডে ITI পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য ।
শূন্যপদ- ৬১ টি ।
বয়স- ২০.১২.২০২১ এর হিসাবে বয়স হতে হবে ১৪ বছরের ওপরে ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ।
আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে https://www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে ২০.১২.২০২১ তারিখের মধ্যে । পূরণ করা আবেদন পত্র ও প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে admintbrl@tbrl.drdo.in এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে ২০.১২.২০২১ তারিখের মধ্যে ।
বিশদে জানতে https://www.drdo.gov.in ওয়েবসাইট দেখুন ।
[ad_2]