[ad_1]
নিজস্ব প্রতিনিধি , আগরতলা – নির্বাচনের আগে থেকে শুরু করে নির্বাচনের শেষ নির্ঘণ্ট পর্যন্ত রীতিমত ঝড় উঠেছিল ত্রিপুরা জুড়ে। তবে সকল ঝড় থামিয়ে রবিবার ফলাফল ঘোষণা হতেই শুধুমাত্র একটি ঝরে চলছে সেটি হচ্ছে পদ্ম শিবিরের। কার্যত ত্রিপুরা নির্বাচনের ফলাফলে পদ্ম শিবির খুশি হলেও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছে ঘাসফুলের সদস্যরা। যার বহিঃপ্রকাশ দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে।
তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাত্র তিন মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে রাস্তায় নেমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে এবং মানুষ এত কিছু উপেক্ষা করেও যতটুকু ভোট দিতে পেরেছে তার প্রতিফলন আজ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দলের ভূমিকায় এসেছে। কারণ একটি রাজনৈতিক দল তিন মাস লড়াই করে ২৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে যেটি ইতিহাসে বিরল ঘটনা। ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে এত সন্ত্রাস ও রিগিং করার পরেও আজ বিরোধী দলের ভূমিকায় উঠতে পেরেছে তৃণমূল।
প্রাক্তন বিজেপি নেতা আরও বলেন, বিগত পৌরসভা নির্বাচনে বিজেপির শতাংশ ভোট ছিল ১৪.১। এরপরেই ২০১৮ সালে রাজ্যের ক্ষমতায় আসতে পারেন তারা। তবে মাত্র তিন মাসের ত্রিপুরা অভিযান করে বিরোধীদলের যে জায়গা ছিনিয়ে নিয়েছে সেটি বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। কার্যত ২৩-শের বিধানসভা ভোটেও ঠিক এভাবে পরিবর্তন আসবে।
প্রসঙ্গত , বিধানসভা নির্বাচনের সময় দলীয় নেতাদের ওলট পালটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই নিজের ফেলে যাওয়া দলে পুনরায় যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপরে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের হয়েই লড়ে গিয়েছেন তিনি। তবে ত্রিপুরা নির্বাচনকে কেন্দ্র করে যে ঝড় উঠেছিল বিগত কয়েকদিনের সেটি রবিবার ফল প্রকাশের মাধ্যমে নিষ্পত্তি ঘটল । মাত্র তিন মাসের অভিযানে বিজেপির কাছ থেকে কুড়ি শতাংশের বেশি ছিনিয়ে নেওয়ায় রীতিমতো টুইট করে নিজের মতামত প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ত্রিপুরার শাসক দলকে ‘সবে তো খেলা শুরু, এবার আসল খেলা হবে’ এমন উক্তি দিয়েও রীতিমতো হুঁশিয়ারিও জানিয়েছেন সর্বভারতীয় স্তরের সম্পাদক।
[ad_2]