[ad_1]
PNB তাদের মালদহ/ উত্তর দিনাজপুর/ দক্ষিণ দিনাজপুর সার্কেলে সাব- অর্ডিনেট ক্যাডারে PTS পদে মোট ২১ জন লোক নিয়োগ করছে ।
শিক্ষাগত যোগ্যতা- PTS (পার্ট টাইম সুইপার) পদের জন্য সর্বোচ্চ দশম শ্রেণী অনুত্তীর্ণ হতে হবে । সর্বনিম্ন যোগ্যতা মান নেই । যেই জেলার জন্য আবেদন করবেন সেই জেলার বাসিন্দা হওয়া আবশ্যক ।
বয়স- ০১.০৭.২০২১ তারিখের হিসাবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতি মাসে ১৪,৫০০ টাকা থেকে ২৮,১৪৫ টাকা ও সঙ্গে অন্যান্য ভাতা ।
শূন্যপদ- মোট ২১ টি (মালদহ-১৬ টি, উত্তর দিনাজপুর- ২ টি, দক্ষিণ দিনাজপুর- ৩ টি) ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই হবে বয়স ও শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সাধারণ A4 মাপের কাগজে । আবেদনপত্রটির বয়ান –
১) আবেদনকারীর নাম
২) পিতা / স্বামীর নাম
৩) জেলার স্থায়ী ঠিকানা
৪) মোবাইল নং
৫) ইমেল
৬) শিক্ষাগত যোগ্যতা (নিরক্ষর হলে / লিখতে ও পড়তে জানলে / শুধুমাত্র পড়তে পারেন কিনা তা উল্লেখ করতে হবে)
৭) জাতি
৮) জন্ম তারিখ
৯) ০১.০৭.২০২১ তারিখের হিসাবে বয়স
১০) প্যান কার্ড নং
১১) ডান দিকে ওপরে স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি
১২) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজি নং
১৩) প্রার্থীর পূর্ণ স্বাক্ষর ও তারিখ
সম্পূর্ণ ভাবে পূরণ করা আবেদন পত্র সহ স্বপ্রত্যয়িত সমস্ত নথি সংযোগে স্পীড / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ১৫.১২.২০২১ তারিখের বিকেল ৫ টার মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়- ডেপুটি সার্কেল হেড, সাপোর্ট (চিফ ম্যানেজার), এইচ আর ডি ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সার্কেল অফিস মালদহ, নজ্রুল সরণি, ইংলিশ বাজার থানার কাছে, ২য় তল, মালদহ- ৭৩২১০১।
বিশদে জানতে https://www.pnbindia.in এই ওয়েবসাইট দেখুন ।
[ad_2]