[ad_1]
নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান – দীর্ঘদিনের একটানা রুটিনের কিছুটা ব্যতিক্রম দেখা গেল বুধবার। প্রত্যেকদিন কলকাতা নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণ করে থাকেন বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার পশ্চিম বর্ধমান বার্নপুর বাসস্ট্যান্ডের কাছে প্রাতঃভ্রমণের পর চায়ের আসরে যোগ দিতেই তাকে দেখে খেলা হবে শ্লোগানের মাধ্যমে উস্কানিমূলক বার্তা দেন তৃণমূলের সদস্যরা। এর পরেই এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বার্নপুর বাস স্ট্যান্ড চত্বরে।
বুধবার বার্নপুরে চা আসরে যোগ দিতে যান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তবে সেখানে শুধুমাত্র বিজেপি নেতা নন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা অগ্নিমিত্রা পল সহ একাধিক কর্মকর্তারা। কার্যত সেখানে চায়ের আসর জমে উঠতেই একদল তৃণমূল সদস্যরা খেলা হবে স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এমনই অভিযোগ জানিয়েছে পদ্ম শিবিরের সদস্যরা। যদিও শাসকদলদের মুখের উপর পাল্টা ‘জয় শ্রী রাম’ জবাব দিতেও পিছপা হননি গেরুয়া শিবিরের কর্মীরা।
ঘটনার প্রসঙ্গে বিধায়িকা অগ্নিমিত্রা পল জানিয়েছেন, বিজেপিকে উস্কাতে এরকম ষড়যন্ত্র করছে তৃণমূল সদস্যরা। রাজ্যজুড়ে সন্ত্রাস চালাচ্ছে পাশাপাশি চাকরির ক্ষেত্রে কিংবা পুলিশের ক্ষেত্রেও নিয়োগ নেই। হোম থেকে শোষণ করা হচ্ছে শিশুদের। প্রতি নিয়ত বিক্ষোভ দেখাচ্ছে গ্রুপ ডি’র সদস্যরা। গোটা রাজ্য জুড়ে যেখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে সেখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ফের অঞ্চলকে উত্তপ্ত করতে মরিয়া হয়ে উঠেছে ঘাসফুলের গুন্ডারাজরা ।
অন্যদিকে তৃণমূলের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান , বর্তমানে খেলা হবে স্লোগানটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তাই সামান্য একটি কথায় এমন উত্তেজনার পরিস্থিতি তৈরি করার কোন মানেই হয় না। আমাদের দেশের প্রধানমন্ত্রীর এই শব্দ মাঝেমধ্যেই ব্যবহার করে থাকেন। তাই এমন একটি ভাল শব্দ বন্ধনীকে নিয়ে অন্য মানে ধরার কোন যুক্তিযুক্ত কথা নয়।
[ad_2]