[ad_1]
শ্যামল সান্যাল (বিশেষ প্রতিনিধি) ঢাকা – দীর্ঘ আন্দোলন ও বিক্ষোভ মিছিল করার সফলতা পেল শিক্ষার্থীরা। মঙ্গলবার পরিবহনমন্ত্রী জানিয়েছেন শিক্ষার্থীদের সুবিধার্থে বাস ভাড়া অর্ধেক করে দেওয়া হবে।
মঙ্গলবার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন, মঙ্গলবার থেকে বাসের হাফ পাস ভাড়া কার্যকর করা হবে। সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসের হাফ ভাড়া নেওয়া হবে শিক্ষার্থীদের থেকে। এই নিয়ম শুধুমাত্র ঢাকার মধ্যে লাঘব হবে।
পরিবহনমন্ত্রী আরও জানিয়েছেন, সাপ্তাহিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিনে হাফ ভাড়া নেওয়া হবে না। পাশাপাশি শুধুমাত্র হাফ ভাড়া নেওয়া হবে ঢাকার মধ্যবর্তী অঞ্চল গুলিতে। এর বাইরে গেলেই যেমন ধারা চলছিল তেমনি চালানো হবে।
[ad_2]