
[ad_1]
নিজস্ব প্রতিনিধি , বীরভূম – জনস্বার্থের উন্নয়নে দেউচা পাচামী কয়লা শিল্পের জন্য প্যাকেজ ঘোষণা করেছেন রাজ্য সরকার। পাশাপাশি ন’জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। এবার দেউচা পাচামী কয়লা শিল্পের উন্নয়নে এলাকাবাসীর মতামত জানতে রবিবার বীরভূম শিল্পাঞ্চল হরিণ শিঙা গ্রামে আসলেন রাজ্য সরকারের গঠিত কমিটির সদস্য তন্ময় ঘোষ ও সায়ন্তন ব্যানার্জি।
রবিবার কয়লা শিল্পের এলাকা পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও মাঝি হারামদের সঙ্গেও কথা বললেন কমিটির সদস্যরা। এরপরই স্থানীয়দের পাশাপাশি জেলাশাসকের সঙ্গেও বার্তালাপ করেন তারা।
পরবর্তীতে সকলের সঙ্গে মিটিং করার পর কমিটির সদস্য তন্ময় ঘোষ জানিয়েছেন, সকলের বক্তব্য শোনা হয়েছে। তাদের কি দাবি-দাওয়া রয়েছে সে বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হবে। আশা করা যাচ্ছে জনস্বার্থের জন্য মুখ্যমন্ত্রী নতুন যে প্যাকেজ ঘোষণা করেছেন সেটি খুব শীঘ্রই শুরু করা হবে।
[ad_2]