[ad_1]
নিজস্ব প্রতিনিধি , হাওড়া – ঘন্টায় ১১০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর প্রভাবে ইতিমধ্যেই হাওড়ার উপকূল অঞ্চল গুলির নদীতে জলোচ্ছ্বাস সহ বৃষ্টিপাত আরম্ভ হয়েছে। তাই ঝড় বৃষ্টির সময় যাতে লোকজন ঘরের বাইরে না বেড়ায়, তার জন্য মাইকিং করে প্রচার শুরু করেছে এনডিআরএফের কর্মীরা।
তারা মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্কতা বাণী প্রচার করে জানাচ্ছেন, ‘ঝড় বৃষ্টির সময় পাশাপাশি গাছের তলায় অথবা ইলেকট্রিক পোস্টের সামনে যাবেন না। আপনাদের যাদের কাঁচা বাড়ি আছে, তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে নিরাপদ স্থানে আশ্রয় নিন। কেউ আটকা পড়ে থাকলে, একে অপরকে সাহায্য করে বিপদ মুক্ত হন অথবা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন’।
এ প্রসঙ্গে এনডিএফের সাব-ইন্সপেক্টর রাজেশ কুমার কোরা জানান,’ আমরা মোট ১৮টি টিম মিলে মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে কাজ করছি। আগামী দু-তিন দিন পর্যন্ত যতক্ষণ না এই ঘূর্ণিঝড়ের প্রভাব কমবে, ততক্ষণ আমরা এভাবেই হাওড়ার উপকূলবর্তী অঞ্চল গুলিতে, মানুষকে সচেতন করার কাজ করব’।
[ad_2]