[ad_1]
নিজস্ব প্রতিনিধি , মালদহ – নিম্নচাপের প্রভাব পড়তে পারে রাজ্যের বিস্তীর্ণ এলাকাজুড়ে। তাই ইতিমধ্যে নিম্নচাপকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।আজ মালদহ জেলাতে ও প্রশাসনের পক্ষ থেকে অধিদফতরের যৌথ উদ্যোগের প্রতিটি ব্লকের শুরু হয়েছে মাইকিং। ৪ঠা ডিসেম্বরের আগে আমন ধান ঘরে তোলার সতর্কবার্তা দেওয়া হচ্ছে কৃষকদের।
স্থানীয় সূত্রে খবর,শীতের মরসুমে মালদহ জেলায় বৃষ্টি হলে আমন ধান ও আলু চাষিদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে অধিদফতরের যৌথ উদ্যোগে পুলিশ আধিকারিকরা প্রতিটি ব্লকে গিয়ে মাইকিং করে সর্তকতার প্রচার শুরু করেছেন। তাদের সতর্কতার বাণী শুনে ইতিমধ্যে ৪ঠা ডিসেম্বরের আগে মাঠ থেকে চাষিরা তুলে ফেলেছেন আমন ধান ,অপরদিকে আলু চাষ ও শুরু করেছেন তারা। কারণ নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হলে সেই আলু নষ্টের সম্ভাবনা রয়েছে।
এই প্রসঙ্গে অধিদফতরের আধিকারিক জানান,’ আমরা জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের তরফ থেকে সতর্কতাবাণী জারি করার নির্দেশ পেয়েছি, তাই চাষীদের ক্ষয়ক্ষতি না হয়ে যায়, এর জন্য ৪ঠা ডিসেম্বরের আগে তারা যাতে সব ধান তুলে নেন সেই প্রচার করছি’।
[ad_2]