[ad_1]
নিজস্ব প্রতিনিধি, মুম্বাই – টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ফর্মের ধারে কাছে ছিলেন না হার্দিক পান্ডিয়া। সেই জন্য একের পর এক সমালোচনার মুখে পড়তে হচ্ছিল তাঁকে। তাই নিজেকে ফিট প্রমাণ করতে চান তিনি। ছুটি নিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, “হার্দিক ছুটি চেয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচনের সময় ওকে যাতে না ভাবা হয় সেটাও জানিয়েছে। ছুটিতে বিসিসিআই ও এনসিএর নির্দেশ মত নিজের ফিটনেস নিয়ে কাজ করতে চায় হার্দিক। এখনই বলা যাচ্ছে না ও কবে ফিরবে। আশা করা যায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওকে পাওয়া যেতে পারে। তবে এখনই বলা সম্ভব নয়।”
ভারতীয় ক্রিকেট এখনও হার্দিকের ওপর থেকে সম্পুর্ণ আস্থা হারায়নি। দলের কাছে অলরাউন্ডার হার্দিক গুরুত্বপূর্ণ। তাই তাঁকে ফিট হয়ে ওঠার পর্যাপ্ত সময় দিতে চাইছে বিসিসিআই। তাই তিনি ছুটি চাইতেই তা মঞ্জুর হয়েছে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ।
[ad_2]