[ad_1]
নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর – গতকাল গভীর রাতে রায়গঞ্জের তেতুলতলা এলাকায় গুজরাট থেকে মালদাগামী পরিযায়ী শ্রমিক বোঝাই গাড়িতে দুর্ঘটনা ঘটে। ঘটনাটিতে গুরুতর জখম হন ১৮ জন এদের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে খবর,রায়গঞ্জের তেতুলতলা এলাকায় একটি পরিযায়ী শ্রমিক বোঝাই বাস গুজরাত থেকে মালদার দিকে আসার সময়, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা নির্মীয়মান টোলপ্লাজার একটি পিলার ধাক্কা মারে। যার ফলে গুরুতরভাবে জখম হন বাস চালক সহ ১৮ জন যাত্রী। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনো পর্যন্ত মৃত্যুর খবর নেই। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। তারা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্ত্তি করেন এবং সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করেন।
এ প্রসঙ্গে শাহজাহান আলি জানান,’খুব ভয়াবহ ভাবে অ্যাক্সিডেন্ট ঘটেছে, জখম লোক গুলোকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি এদের মধ্যে ৪ জন আইসিইউতে মরবে কি বাঁচবে বলা যাচ্ছে না’। তবে এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার উপ পৌরপতি অরিন্দম সরকার জানান,’আমাদের মুখ্যমন্ত্রী কথা শুনছে না কেন্দ্রীয় সরকার। তারা যে কোনো প্রকারে বাংলাকে বঞ্চনার চেষ্টা করছে, এমনকি এই এনএইচ জাতীয় সড়কের কাজ এখনো পুরো করতে পারেনি তারা। তাই এই দুর্ঘটনা ঘটছে’। দুর্ঘটনায় আহত এক পরিযায়ী শ্রমিক জানান, ‘হঠাৎ বাসটা একটা পিলারে ধাক্কা মারে, এর ফলে আমরা বাসে থাকা বেশ কয়েকজন আহত হই’।
[ad_2]