[ad_1]
নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর – তৃণমূলের দুই কর্মীর ৬০ মণ ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।এই ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের সোনগ্রাম এলাকায় ঘটেছে।ঘটনায় ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মী জঙ্গু শেখ ও বিশু শেখ লিখিত অভিযোগ দায়ের করে রায়গঞ্জ থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ।
প্রসঙ্গত, গত সোমবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের চাপদুয়ার ও সোনগ্রাম সহ এলাকার একাধিক বিজেপির নেতা কর্মীরা তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন। ফলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার অপরাধেই তৃণমূল কর্মী জঙ্গু শেখ ও বিশু শেখের পাকা ধানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে।
ক্ষতিগ্রস্ত তৃনমূল কর্মী বিশু শেখ বলেন, “বিজেপি ছেড়ে তৃণমূল করার ফলে ৪ বিঘে পাকা ধানে আগুন লাগিয়ে দেয় বিজিপির দুষ্কৃতীরা। আমাদের সারা বছরের খাওয়ার ধান পুড়ে নষ্ট হয়ে যায়।আমি চাইছি যারা আমর এত বড়ো ক্ষতি করল তাদের কঠোরতম শাস্তি হোক।সরকারের কাছে এই ক্ষতিপূরণের জন্য আবেদন করবো।”
স্থানীয় পঞ্চায়েত সদস্য সমর দাস বলেন,“কয়েকদিন আগে আমাদের তৃণমূলের যোগদান সভা ছিল। সেখানে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল দলে যোগদান করি। তারই ফলেই বিজেপির লোকেরা ষড়যন্ত্র করে এমন করছে। এই ঘটনার দ্রুত সুরাহ হোক এবং যে এই কাজটি করেছে তার যেনো শাস্তি হয়।”
স্থানীয় বিজেপি নেতা অজিত কুমার পাল বলেন,“আমাদের এই অঞ্চলের বিজেপির কার্যকর্তারা যথেষ্ঠ শান্তি প্রিয়, আজ পর্যন্ত ইলেকশন বাবদ এমনি দলগত ভাবে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নেই। তারা নতুন যোগদান করার ফলে নতুন ও পুরাতনের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলে এমন ঘটনা হতে পারে।কিন্তু আমাদের বিজেপির এর মধ্যে কোনো যোগসূত্র নেই। ফলে বিজেপির উপর এরকম অভিযোগ সম্পূর্ন মিথ্যা।”
[ad_2]