[ad_1]
নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গত নির্বাচনের অভিজ্ঞতা থেকে এইবারের পৌর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা। পাশাপাশি রীতিমতো নির্বাচন কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি নেতারা।
মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন বিজেপির ৫ জন সদস্য। এরপরই বৈঠক শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন , গত বারের নির্বাচনের পর যে হারে বিজেপির ৫০ জন সদস্যকে নির্মম হত্যা করা হয়েছে পাশাপাশি আজও ঘরছাড়া বহু দলীয় সদস্যরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্যপালের সঙ্গে বৈঠক করা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি ও ভোট লুটের হাত থেকে বাঁচতে কেন্দ্রীয় বাহিনী একান্তই প্রয়োজন। তাদের ছাড়া নির্বাচন করা প্রায় অসম্ভব।
বিজেপি কার্যালয়ের সদস্যরা আরও জানিয়েছেন , গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি বলেছেন পুলিশের ব্যবস্থাটা তিনি দেখে নেবেন। তবে এখানেই উঠছে প্রশ্ন। যদি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হয় তাহলে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে তার দায়ভার কি নির্বাচন কমিশন নেবে! তিনি যদি নিতে পারেন তো ভালো কিন্ত গতবারের যদি পুনরাবৃত্তির না চান তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী অবশ্যম্ভাবী।
[ad_2]