[ad_1]
নিজস্ব প্রতিনিধি , মালদহ – হরিশচন্দ্র পুর ২ নম্বর ব্লক এলাকায় কড়া পুলিশি নিরাপত্তায় সাদলিচক হাই স্কুলের বিদ্যালয় পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হল। নির্বাচনে যোগ দেওয়া ৭ জন প্রার্থীর মধ্যে তিনটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
স্থানীয় সূত্রের খবর, সকাল থেকেই হরিশ চন্দ্র পুরের সাদলিচক হাইস্কুলে ভোট দান কর্মসূচী শুরু হয়ে যায়। তিনটি আসনে নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস তিনজন করে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে এক নির্দল প্রার্থী নন টিচিং স্টাফ হিসেবে এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচন শেষে গণনা করে দেখা যায় তৃণমূল কংগ্রেস সমর্থিত ৩ জন শিক্ষক প্রতিনিধি বিপুল ভোটে জয়লাভ করেছে। এই প্রসঙ্গে সাদলি চক হাই স্কুলের প্রধান শিক্ষক সেতাবুর রহমান জানান, ‘আমাদের গভর্মেন্টের কমিটির নিয়ম অনুযায়ী আজকে নির্বাচনের মাধ্যমে আমাদের হাই স্কুলে ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করলাম আমরা। সম্পূর্ণ প্রক্রিয়াটি প্রশাসনের নিরাপত্তা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে’।
এই একই বিষয়ে উচ্ছ্বাসিত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি যুবেদা বিবির স্বামী আশরাফুল হক জানান,’ আমাদের দল থেকে ৩ জন শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আমি আশা করব তারা যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাভিত্তিক আদর্শকে আগামী দিনে এগিয়ে নিয়ে যায়’।
[ad_2]