[ad_1]
নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর – বিজেপি-সিপিএম থেকে কিছুদিন আগেই প্রায় ৫০০ জন কর্মী তৃণমূল কংগ্রেস যোগদান করে পশ্চিম বর্ধমানে। পৌরসভার নির্বাচনের আগেও সেই যোগদানের ধারা অব্যাহত রইল তৃণমূল কংগ্রেসের। এবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের চাপদুয়ার এলাকায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপি নেতা কর্মী ও বিজেপি যুব মোর্চার কর্মীরা।
এদিন উত্তর দিনাজপুর জেলার বিজেপির ভাঙন অব্যাহত রেখে তৃণমূল কংগ্রেসের যোগদান সভায় যোগদান করলো একাধিক বিজেপির নেতা-কর্মীরা। আজকের এই সভাতে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যোগদান করলো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর ও বিজেপি নেতা সঞ্জয় কুমার দেব তার সাথে এলাকার আরও বিজেপি কর্মী-সমর্থকরা ।
সঞ্জয় কুমার দেব (রায়গঞ্জ ব্লকের দলত্যাগী বিজেপি নেতা) জানিয়েছে, “বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর হাত ধরে বিজেপিতে এসেছিলাম তার উন্নয়নের ধারা দেখে। সেই ধারাকে অব্যাহত রাখার জন্য বিধায়ককে সঙ্গ ছাড়েননি তাই বিজেপি থেকে বহিষ্কার করে। সেই কারণে বিধায়ক কৃষ্ণ কল্যানীর হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান।”
কানাইয়ালাল আগরওয়াল (উত্তর দিনাজপুর জেলা সভাপতি, তৃনমূল কংগ্রেস) জানিয়েছে, “এই সভাতে যোগদান করলো বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় হাজারখানেক সদস্য যোগদান করেছে। নতুন যোগদানকারীদের বার্তাই দিয়েছে সবাইকে একসাথে নিয়ে আলোচনা করে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এই বিজেপির কর্মী-সমর্থকেরা তৃণমূল কংগ্রেস যোগদান করেছে।”
[ad_2]