[ad_1]
নিজস্ব প্রতিনিধি , কোচবিহার – সরকারি আবাস যোজনায় ১০০ জনের বাড়ির ডাকাতির অভিযোগ স্থানীয় তৃণমুল বুথ সভাপতির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত অমল সাহা। ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছে কোচবিহার বক্সিরহাট ধলডাবরি এলাকার গ্রামবাসীরা।
অভিযোগকারী গ্রামবাসীদের দাবি, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় আবেদন করার পর সেখান থেকে ব্যাঙ্কের মাধ্যমে ২০ হাজার টাকা পেয়েছে প্রায় ১০০ জন। তবে সেই ২০ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলতে না তুলতেই তৃণমূল সভাপতি অমল সাহা সকলের টাকা ছিনিয়ে নেয়।
প্রথম কিস্তির টাকা নিয়ে নেওয়ার ফলে অর্থের অভাবে অর্ধনির্মিত হয়ে রয়েছে একাংশ বাড়ি।কাটমানির বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও প্রশাসনের কাছে গ্রামবাসীদের আশা অতি শীঘ্রই সকলের অধিকারের টাকা ফিরিয়ে দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল সভাপতি জানিয়েছেন , যারা অভিযোগ করছে তারা সকলেই বিজেপির সদস্য। তৃণমূলের পক্ষ থেকে এরকম কোন কাটমানি করা হয়নি। তাই বিরোধী দলের পক্ষ থেকে ষড়যন্ত্র করে অভিযোগ আনা হচ্ছে’।
[ad_2]