[ad_1]
নিজস্ব প্রতিনিধি, বীরভূম – দোড়গোড়ায় কড়া নাড়ছে কলকাতা পৌর নির্বাচন। এমতাবস্থায় দলীয় ক্ষোভ প্রকাশ্যে আসতেই রিতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক স্তরে। গতকাল ২৩ লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী পদ না পাওয়ায় আত্মহত্যার হুমকিপত্র সামনে আসতেই রিতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপি অন্দরে ।
অভিযোগকারী পটাশপুর ১ নং উত্তর মন্ডলের প্রাক্তন সভাপতি মানসরঞ্জ সামাই জানান , ২১ বিধানসভা নির্বাচনের তাকে প্রার্থী পদ দেওয়ার প্রলোভন দেখিয়েছিল বিজেপি সংখ্যালঘু মোর্চার মহিলা সভাপতি। যথারীতি পদের জন্য ২৩ লক্ষ টাকাও নিয়েছিলেন অভিযুক্ত মহিলা। কিন্তু দীর্ঘ প্রতইক্ষার পরেও মেলেনি কোন টিকিট আর নাই মিলেছে টাকা। এই বিষয়ে বহু বিজেপি সদস্যদের দরজার কড়া নেড়ে কোন সদুত্তর পাওয়া যায়নি।
অভিযোগ , ২৩ লক্ষ টাকা কাটমানির বিষয়ে বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ ও সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সভাপতি আলি হোসেনকে ভাগে ভাগে চিঠি দিলেও নিষ্ক্রিয় ছিলেন দলের কর্মকর্তারা। কার্যত এর পরেই হাল ছেড়ে দিয়ে টাকা ফেরৎ না দিলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছেন প্রাক্তন সভাপতি। কার্যত বিষয়টি বহু দিন আগে হলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে হুমকি ভরা চিঠি। আর এতেই রিতিমতো অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবিরের সদস্যরা। যদিও ভাইরাল হওয়া চিঠির বিষয়ে কোন মন্তব্য করতে শোনা যায়নি বিরোধী দলকে।
[ad_2]