[ad_1]
নিজস্ব প্রতিনধি , মুম্বই – ভাইজানের সিনেমা মানেই ভক্তদের উচ্ছ্বাস এবং সেই উচ্ছ্বাসেই বিভিন্ন সময় বিভিন্নরকমের কান্ড ঘটিয়েছেন তারা।২০১৯ সালের ডিসেম্বর মাসে শেষবারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ভাইজান ওরফে সলমন খানের ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির ‘দাবাং ৩’ সিনেমাটি।কিন্তু করোনার কারণে গত কুড়ি মাসে সিনেমা হলে সলমন খানের আর কোন সিনেমা মুক্তি পাইনি।চলতি বছরের মে মাসেই জি ফাইভে মুক্তি পেয়েছিল ভাইজান এবং দিসা পাটানি অভিনীত ‘রাধে’ সিনেমাটি।তবে সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খানের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ নামক অ্যাকশন সিনেমা যা দেখতে ইতিমধ্যেই হলে ভিড় জমিয়েছে দর্শকরা। তবে সিনেমা হলে গিয়ে এক অদ্ভুত কান্ড ঘটিয়েছেন ভাইজানের ভক্তরা।একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সিনেমা হলে সামনের বড় স্ক্রিনে চলছে ‘অন্তিম’ সিনেমার দৃশ্য আর ভক্তজন ব্যাস্ত বাজি ফাটাতে।

এই ভিডিও ভাইরাল হতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে।গতকাল ভাইজান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিওটির একটি ক্লিপ শেয়ার করে ভক্তদের অনুরোধ করেছেন সিনেমা হলের ভিতরে বাজি না ফাটাতে।যে কোন সময় কোন বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই প্রেক্ষাগৃহের মালিক কর্তৃপক্ষকেও সিনেমা হলের নিরাপত্তা বাড়ানোর জন্য অনুরোধ করেছেন।তবে এদিন আরও একটি ভিডিও শেয়ার করেছেন সলমন খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।যেই ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমা হলের বাইরে ‘অন্তিম’ সিনেমার পোস্টারে লিটার লিটার দুধ ঢালছেন তার অনুরাগীরা।তিনি এবারেও ভক্তদের অনুরোধ করেছেন ”কিছু মানুষের জল খাওয়ার পয়সা পর্যন্ত থাকেনা আর আপনারা এভাবে দুধ নষ্ট করছেন , পারলে কোন অভুক্ত বাচ্চাকে গিয়ে এই দুধ খাওয়ান যে দুধ খেতে পায়না”।অতীতেও ভক্তদের এরকম কান্ডকীর্তির জন্য ভাইজানকে অপ্রস্তুতে পড়তে হয়েছে।

প্রসঙ্গত , চলতি মাসেরই ২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ যেটি দুইদিনেই ১০ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে।মারাঠি ক্রাইম থ্রিলার ‘মুলশি প্যাটার্ন’ সিনেমার আদলেই পরিচালক মহেশ মাঞ্জরেকরের পরিচালনায় এবং সালমন খান ফিল্মজের প্রযোজনায় তৈরি হয় সিনেমাটি।ছবিতে এক মস্তান রাহুলিয়ার চরিত্রে অভিনয় করেছেন আয়ুশ শর্মা এবং শিখ পুলিশ অফিসার রজবীর সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন ভাইজান এছাড়াও এই সিনেমায় রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানা , নিকিতিন ধীর , শচীন খেদকর এবং এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত।সবমিলিয়ে একটি পাওয়ার – প্যাকড অ্যাকশন তথা ক্রাইম থ্রিলার এই ‘অন্তিম’ সিনেমাটি।
[ad_2]