[ad_1]
নিজস্ব প্রতিনধি, কলকাতা – তাদের প্রেম দেখে মুগ্ধ হন সমস্ত নেটিজেনরা , প্রেমিকার ক্যান্সারের বিরুদ্ধে লড়ার প্রধান চালিকা শক্তি তিনি।বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দ্বিতীয়বার ক্যান্সারের সঙ্গে লড়ার শেষ মাস এটা , তাই শেষবারের জন্য কলম ধরলেন তার প্রেমিক সব্যসাচী চৌধুরী।তিনিও বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা।

গতকাল নিজের ফেসবুক প্রোফাইলে একটি লম্বা লেখা পোস্ট করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী।’একটা মেয়ে অনন্ত নিশি থেকে ধুমকেতুর মতো ছুটে এসে ফের নিকষ অন্ধকারে হারিয়ে যাবে’ তা মেনে নিতে পারেননি অভিনেতা।সাধারন মানুষের মধ্যে অভিনেত্রীকে বাচিয়ে রাখতে চলতি বছরের ফেব্রুয়ারী মাসেই হাতে তুলে নিয়েছিলেন কলম।সেই থেকেই শুরু , বিভিন্নসময় বিভিন্নরকমের পোস্ট কখনও অভিনেত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া তো কখনও তার সঙ্গে গানের তালে পা মেলানো আবার কখনওবা পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার ছবি পোস্ট করে লম্বা কাহিনী লিখেছেন প্রেমিকাকে নিয়ে।গতকালের লেখাই নাকি শেষ লেখা ঐন্দ্রিলাকে নিয়ে।

ঐন্দ্রিলার চিকিৎসক জানিয়েছেন এইমাসেই শেষ কেমোথেরাপি হবে তার।তারপর প্রত্যেক তিনমাস অন্তর স্ক্যান করাতে হবে এবং চিকিৎসার মধ্যে থাকতে হবে অভিনেত্রীকে।সব্যসাচীর কথায় , ঐন্দ্রিলার এই রোগ নাকি জিনগত।অভিনেত্রীর মা শিখা শর্মা যিনি পেশায় একজন সরকারি চাকুরে , ২০০৭ সালে ওভারিয়ান ক্যান্সার ধরা পরে তার।অসম্ভব ইচ্ছাশক্তি দিয়ে মারণ রোগের সঙ্গে লড়াই করেছেন তিনি।এখন সেই মনোবল দিয়ে দুহাতে আগলাচ্ছেন নিজের সন্তানকে।তাই তো সব্যসাচী লিখেছেন , ‘আসলে রোগটা ওর জিনে আছে কিন্তু লড়াইটা আছে রক্তে’।প্রত্যেক মুহূর্তে অভিনেত্রীর মানসিক স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন সব্যসাচী।
[ad_2]