[ad_1]
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন ফিফা রেফারি সুধীন চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসছে ক্রীড়াজগতে। অনেকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আর বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়।
সুধীন চট্টোপাধ্যায় রেফারিংয়ের পাশাপাশি হকি এবং ক্রিকেট ম্যাচেও আম্পায়ারিং করেছেন। তিনি কলকাতা ফুটবলে দ্বিতীয় ডিভিশনে খেললেও হকি এবং ক্রিকেট খেলেছেন প্রথম ডিভিশন ক্লাবে। টানা ১২ বছর বেটন কাপ ফাইনাল খেলানোর কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে।
১৯৬৪ সালে ইস্টবেঙ্গল ক্রিকেট দলের সদস্য ছিলেন সুধীন চট্টোপাধ্যায়। এর পাশাপাশি কলকাতা ময়দানে দুই প্রধান অর্থাৎ, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচে দীর্ঘদিন রেফারিং করেছেন। এ ছাড়া বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচে সহকারী রেফারির ভূমিকাও পালন করেছেন।
[ad_2]