[ad_1]
নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর – করোনা আবহের ফলে দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান গুলি খুললো ১৬ নভেম্বর থেকে কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি আশানুরূপ নয়। তাই জন্য গ্রামে গ্রামে পথনাটকের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করার চেষ্টা করা হচ্ছে। এই অভিনব উদ্যোগটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতন এর পক্ষ থেকে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, নাটকটির নাম ‘ ফিরে চলো তোমার স্কুলে’। শুক্রবার বালুরঘাটের শালগ্রাম মোড় অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক তথা নাট্যকর্মী তুহিন শুভ্র মন্ডল-এর রচিত এবং নির্দেশিত এই নাটকে অভিনয় করতে দেখা গেছে অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক তুহিন শুভ্র মন্ডল, পলাশ মন্ডল, গৌড় মন্ডল, অরুপ দেবনাথ, অর্পিতা হালদার, পপি মন্ডল, পিউলি মণ্ডল সহ স্কুলের একাধিক শিক্ষক-শিক্ষিকাদের।
ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করার জন্য অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকাদের এদিনের এই পথনাটক সাড়া ফেলেছে অযোধ্যা, শালগ্রাম, বিরোহিনি, ভুলকিপুর, লোহার পাড়া, বানিয়া পাড়া সহ একাধিক গ্রামের মানুষদের মধ্যে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস জানিয়েছেন ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করতেই তাদের এইরকম ভাবনা এবং স্কুলের পঠন পাঠন অক্ষুণ্ণ রেখেই শিক্ষক-শিক্ষিকারা পথনাটকের অনুশীলন করছেন।
নাটকের রচনাকর ও নির্দেশক তুহিন শুভ্র মণ্ডল এই বিষয়ে বলেন, বিদ্যালয়ের নাট্যচর্চা তাঁরা প্রায় সময়ই করেই থাকেন। আর এই মাধ্যমকেই কাজে লাগিয়ে যদি স্কুলে ছাত্র ছাত্রীদের আনা যায় সেইজন্য এরূপ আয়োজন করা হয়েছে। এই নাটকের মাধ্যমে তাঁরা গ্রামে গ্রামে অভিভাবক অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেছেন যে তাঁরা যাতে তাঁদের সন্তানদের স্কুলে পাঠায়।
[ad_2]