[ad_1]
নিজস্ব প্রতিনিধি , নদীয়া – করোনা আবহের কারণে রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সমস্ত স্কুল গুলি ১৬ই নভেম্বরে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খুলে যায়। কিন্তু স্কুল খুললে কি হবে করোনা সংক্রমনের ভয়ে অনেক ছাত্র-ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে। তাই এইবার তাদের ভয়মুক্ত করতে আজ থেকে দুয়ারে শিক্ষক-ছাত্র ফেরাও কর্মসূচি পালন করল নদীয়ার ফুলিয়া বিদ্যামন্দির বিদ্যালয়ের শিক্ষকরা।
স্থানীয় সূত্রে খবর, করোনা সংক্রমণ, লকডাউনে পারিবারিক আয় কমে যাওয়ায় কাজে লেগে পড়ার মতো বিভিন্ন কারণের জন্য শান্তিপুর ফুলিয়া বিদ্যালয়ে বেশকিছু ছাত্রছাত্রীরা আসছিল না। তাই তাদের স্কুলমুখী করতে ফুলিয়া বিদ্যামন্দির বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীর বাড়ি গেলেন শিক্ষকরা। এছাড়াও মাইকিংয়ের মাধ্যমে প্রচার করে ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে পঠন-পাঠন শুরু করার আবেদনও জানান তারা।
এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক শক্তি প্রসাদ চক্রবর্তী বলেন,’১৬তারিখ থেকে স্কুল খোলার পর আমরা দেখতে পাই ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার কম এবং পরে খোঁজখবর করে জানতে পারি মূলত করোনা সংক্রমনের জন্যই তারা স্কুলে আসতে ভয় পাচ্ছে। তাই আমরা আজকে তাদের স্কুলে ফেরানোর জন্য এই কর্মসূচির মাধ্যমে তাদের সচেতন করে স্কুলমুখী করার চেষ্টা করছি’।
এই বিষয়েই ফুলিয়া বিদ্যামন্দির বিদ্যালয়ের এক ছাত্রী রিম্পা সরকার জানান,’ করোনা সংক্রমনের ভয়েই আমরা মূলত স্কুলে যেতে চাইছিলাম না। এখন যদি স্কুল শিক্ষকেরা সমস্ত বিধিনিষেধ ঠিকভাবে মানার ভরসা দেন তবেই আমরা স্কুলে যাব’।
[ad_2]