[ad_1]
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ফের এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ। গ্রুপ ডি নিয়োগের পর এবার গ্রুপ সি -তেও ৪০০ জন ভুয়ো নিয়োগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন হাতেনাতে এক ভুয়ো চাকরিপ্রার্থীকে ধরেন বিচারপতি। এর পরেই তার বেতন বন্ধের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, ২০১৯ সালে ১৮ মে’র পর সুপারিশের ভিত্তিতে নিয়োগ হয় এসএসসির গ্রুপ সি বিভাগে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার এক বাসিন্দা অভিযোগ তোলেন, সেই জেলায় গ্রুপ সি নিয়োগে প্রায় ৪০০ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। মামলাকারীর মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে পক্ষ থেকে এক কর্মীর বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যাদের ভুয়ো নিয়োগ হয়েছে বলে দাবি করা হয়েছে, তাদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি ৪৮ ঘন্টার মধ্যে আদালতে জমা দিতে হবে। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদকেও সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভুয়ো নিয়োগের ৪০০ জনের মধ্যে ৩৫০ জন ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই একজন চাকরিও করছেন। সেই চাকুরীজীবির বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রুপ ডি -এর পর গ্রুপ সি বিভাগেও ভুয়ো নিয়োগের অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি।
[ad_2]