[ad_1]
নিজস্ব প্রতিনিধি , কলকাতা – একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বিজেপি ক্ষমতা দখল করেছে ত্রিপুরার সবকটি পৌর আসনে। এখানে তৃণমূল একটি মাত্র আসন দখলে গিয়েছে। তবে পুর পরিষদ বিজেপির ক্ষমতায় ফিরেছে।
তৃণমূলের বক্তব্য যে, বিজেপির সন্ত্রাসের জন্য তারা সেখানে ভোটের কোনোরকম ভালো ফল করতে পারেনি। সেই প্রসঙ্গে এদিন মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা।
একাধিক নেতার পর তিনিও মুখ খুলে জানালেন,“এরপরে যদি তৃণমূলের লজ্জা না থাকে তাহলে আর এর বাইরে কিছু বলার নেই। ত্রিপুরার মানুষ বুঝিয়ে দিয়েছে গুন্ডামির স্থান ত্রিপুরাতে নেই।পশ্চিমবাংলা থেকেও এই গুন্ডামি শক্তিকে মুছে ফেলুক এটাই ত্রিপুরার মানুষের বার্তা। সিপিআইএম আর কংগ্রেসের কাঁধে যদি না চাপতো তাহলে একটিও সিট পেত না তৃণমূল কংগ্রেস।
তিনি আরও জানান,“ গত বিধানসভায় পশ্চিমবাংলায় সিপিআইএম নিজেদের সর্বনাশ করেও তারা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে দিতে গেল বিজেপিকে আটকানোর জন্য। আর আটকাতে গিয়ে এমন ভাবে সিপিআইএম আটকে গিয়েছে যে এই রাজ্যে সিপিআইএমের অস্তিত্ব সংকটময় হয়ে দাঁড়িয়েছে।”
পাশাপাশি প্রার্থী তালিকা প্রসঙ্গে তিনি জানান,“ প্রার্থী তালিকা মোটামুটি ১৪৪ টি কেন্দ্রের প্রস্তুত হয়ে গেছে। তাতে সমাজের বিভিন্ন স্তরের লোকেরা আছে। মহিলাদের গুরুত্ব যেমন দেওয়া হয়েছে তেমনি যুব প্রার্থীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সমাজের ডাক্তার, উকিল এবং সামাজিক পেশায় যারা যুক্ত আছে তাদেরও প্রাধান্য দিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামীকাল এই তালিকা প্রকাশ হবে।”
[ad_2]