[ad_1]
নিজস্ব প্রতিনিধি , হাওড়া – সড়ক দুর্ঘটনা যেন কোনো মতেই পিছু ছাড়তে চাইছেনা। কোথাও না কোথাও ছোটো বড়ো সড়ক দুর্ঘটনার খবর রয়েছেই সংবাদ শিরোনামে। নদীয়ায় ভোররাতে শ্মশান যাত্রীদের ভয়াবহ পথ দুর্ঘটনাটির রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা হাওড়াতে। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও টাটা সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে গুরুতর যখম হয় ১৫ জন। ঘটনাটি ঘটেছে শনিবার বেলার দিকে আমতা রানিহাটি রাজ্য সড়কের আমতা চাখনার কাছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং আমতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন আমতা সাঁকরাইল রুটের বাসটি যাত্রী নিয়ে সাঁকরাইল থেকে আমতা যাচ্ছিলো। সেই সময় উল্টো দিক থেকে একটি টাটা সুমো যেটি রানিহাটির দিকে যাচ্ছিলো, রানিহাটির দিকে যাওয়ার সময় টাটার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আশঙ্কাজনক অবস্থায় সকলকে উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে আসে। পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকেই যাওয়াদের ঝড়ের দাপটে বৃষ্টি শুরু হয়েছিলো। তাই বৃষ্টির জেরে এমন একটি দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ অনুমান করে। দুর্ঘটনার ফলে আমতা রানিহাটি জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সেখ তেজামুল হক নামের একজন স্থানীয় জানান, দুর্ঘটনার ফলে ১৫ জন গুরুতর আহত হয়। যার মধ্যে টাটা সুমো তে ছিলো ৬ জন ও বাসে ছিলো ৭ কি ৮ জন। তাঁদের মধ্যে একটি ৬ মাসের শিশু ও একজন বয়স্ক মহিলাকে কলকাতায় ট্রান্সফার করা হয়। ঘটনার খবর পেয়ে তিনি এবং কয়েকজন মহিলা টাটা সুমোর কাছে এসে গাড়ির দরজা শাবল দিয়ে ভেঙে তাঁদের উদ্ধার করেন।
[ad_2]