in

বিয়েতেই বাজিমাত, মিঠাই-গাঁটছড়াকে হারিয়ে শীর্ষে ধূলোকণা

বিয়ের পিঁড়িতে লালন ফুলঝুড়ি, এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দর্শক। সেই বিয়েতেই বাজিমাত ‘ধুলোকণা’র। তৃতীয় স্থান থেকে একেবারে শীর্ষে জায়গা করে নিল এই ধারাবাহিক। এই সপ্তাহের টিআরপি তালিকায় একঝটকায় ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’কে পিছনে ফেলে দিয়েছে ‘ধুলোকণা’।

গত সপ্তাহে প্রথম স্থান দখল করেছিল ‘আলতা ফড়িং’। এই সপ্তাহে প্রথম থেকে নেমে সেই ধারাবাহিক জায়গা পেয়েছে চতুর্থ স্থানে। গত সপ্তাহের থেকে নম্বর বাড়লেও এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে গাঁটছড়া। প্রথম থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে মিঠাই। ধুলোকণা প্রথম স্থান পাওয়ায় টাইম স্লটেও শীর্ষস্থান হারিয়েছে মিঠাই। এক নজরে দেখে নেওয়া যাক কত নম্বর পেয়ে তালিকায় কোন স্থানে রয়েছে কোন ধারাবাহিক…

Today Post Website

প্রথম- ধুলোকণা (৮.০)
দ্বিতীয়- গাঁটছড়া (৭.৯)
তৃতীয়- মিঠাই (৭.৮)
চতুর্থ- আলতা ফড়িং (৭.৭)
পঞ্চম- গৌরী এলো (৭.৬)
ষষ্ঠ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
সপ্তম- মন ফাগুন (৭.০)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.৫)
উমা (৬.৫)
নবম- এই পথ যদি না শেষ হয় (৬.৩)
দশম- আয় তবে সহচরী (৫.৭)
খেলনা বাড়ি (৫.৭)

নন ফিকশনে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সদ্য শুরু হওয়া সারেগামাপা। ৬.৩ নম্বর পেয়ে এই রিয়ালিটি শো রয়েছে তালিকায় নবম স্থানে।

What do you think?

176 Points
Upvote Downvote

TRP: শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক, টিআরপি তালিকায় সেরা কে?

জানুন মিঠাই ধারাবাহিকের তারকাদের প্রতি এপিসোডের বেতন? মিঠাই সিরিয়ালের কে কতো টাকা পায়